Service

এই blog এ outsourcing ছাড়াও পাবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানের বননা ///এমন কি বাংলাদেশের সব ধরনের সমস্যার খবর///এ ছাড়াও রয়েছে   photo //// video ///// education ////  health //// নিয়ে রয়ছে অনেক আলোচনা//// তা ছাড়াও  পাবেন অনেক মজার মজার  software/// game // player // আরও অনেক কিছু/// এছাড়া বিভিন্ন ধরনের  product কিনতে পাবেন ।

এ ছাড়াও থাকছে  আউটসোর্সিং নিয়ে বিশদ আলোচনা////

সার্চ ইন্জিন অপটিমাইজেশন কি ?

 সার্চ ইন্জিন অপটিমাইজেশন কে ইংরেজীতে  Search Engine Optimization সংক্ষেপে SEO বলে । সার্চ ইন্জিন অপটিমাইজেশন এমন একটা পদ্বতি যার মাধ্যমে আপনি সার্চ ইন্জিন ব্যবহার করে আপনার সাইটকে সকলের কাছে বিনামূল্য পৌছে দিতে পারেন । আসুন উদাহারন দিয়ে বিষয়টি আরো পরিস্কার হয়ে নিই । আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই প্রায় সার্চ ইন্জিন এর সাথে পরিচিত । google, yahoo, ask ইত্যাদি । তার মধ্যে গুগল খুবই জনপ্রিয় সার্চ ইন্জিন । আমরা যখন কোন কিছুএ সম্পর্কে জানতে চাই তখন আমরা সার্চ ইন্জিনে তা সার্চ করে থাকি । এখন আপনি মনে মনে ভাবতে পারেন সাইট গুলোর লিংক কী ভাবে এখানে এলো। গুগল কি সাইটগুলোকে বাছাই করেছে না কি সাইটগুলোকে গুগলে সাবমিট করার জন্য কেউ আবেদন করেছে । উপরের দুটো ভাবনাই ঠিক । তবে আগে আবেদন তার পর বাছাই করা । আর সার্চ ইন্জিন অপটিমাইজেশন হল এই দুই এর সমন্বয় । অর্থাৎ সঠিক ভাবে সার্চ ইন্জিনে সাইট সাবমিট থেকে শুরু করে এর বাছাইকরণ করার সবই সার্চ ইন্জিন অপটিমাইজেশন । সার্চ ইন্জিনে সাবমিট করা সকল সাইটকে গুগল একটা লিস্ট বা ফলাফল প্রকাশ করে । সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর প্রধান কাজ থাকে এই তালিকায় প্রথম পেজে থাকা । আর গুগল এই তালিকা প্রকাশ করে একটি সাইটের জনপ্রিয়তা, প্রয়োজনীয়তা, গুরুত্বপূর্ণতা সহ সকল কোয়ালিটি বিবেচনা করে । আর এসইও এর কাজ হল একটি সাইটের সার্চ ইন্জিনের জন্য কোয়ালিটি সম্পন্ন করে তোলা ।

income করার jonno akonoi video ti download kore dekun.

http://shareyt.com/?r=168109

 

 




আউটসোর্সিং ওর্য়াল্ডে আপনাকে স্বাগতম......

আউটসোর্সিং কোন এম. এল. এম. না, এখানে কখনো কোন ইনভেস্ট করতে হয় না, অন্যের কাজ থেকে আপনি কখনো কোন পারসেন্টেজ পাবেন না, শুধুমাত্র ক্লিক করে টাকা আয়ের কোন সুযোগ এখানে নেই, এখানে কখনো কোন অনৈতিক কাজ হয় না, মিথ্যা বলতে হয় না । এটি লাইফটাইম ক্যারিয়ার ।  সরাসরি ইন্টারনেট থেকে আউটসোর্সিং শিখতে পারেন । শিখার পর অনলাইনে বিদেশী কোম্পানীর সাথে যোগাযোগ করে বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেল্সে কাজ করতে পারবেন । সরাসরি আপনার ব্যাংক একাউন্টে টাকা জমা হবে এবং আপনি টাকা যখন তখন উঠাতে পারবেন । আউটসোর্সিং করতে প্রথমে আপনাকে মানসিকভাবে স্থির এবং দৃঢ় সংকল্প হতে হবে । সঠিক তথ্য জেনে সঠিক পথে অগ্রসর হতে হবে । সফল ফ্রিল্যান্সার হাওয়ার জন্য আপনি কিভাবে ধাপে ধাপে অগ্রসর হবেন/////


আউটসোর্সিং কি ?

আউটসোর্সিং কি এবং কেন করা হয় । আউটসোর্সিং হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোন প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেয়া । এই কাজ হতে পারে পণ্যের শুধু ডিজাইন করা অথবা সম্পূর্ণ উৎপাদন অন্য প্রতিষ্ঠান দিয়ে করিয়ে নেয়া । আউটসোর্সিং এর সিদ্ধান্ত সাধারনত নেয়া হয় পণ্যের উৎপাদন খরচ কমানোর জন্য । অনেক সময় পর্যাপ্ত সময়, শ্রম অথবা প্রযুক্তির অভাবেও আউটসোর্সিং করা হয় । অন্যদিকে অফসোর আউটসোসিং হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজ দেশে সম্পন্ন না করে ভিন্ন দেশ থেকে করিয়ে আনা । প্রধানত ইউরোপ এবং আমেরিকার ধনী দেশগুলো অফসোর আউটসোর্সিং করে থাকে । যার মূল্য লক্ষ্য হচ্ছে পর্ণ্যের গুনগত মান ঠিক রেখে কম পারিশ্রমিকের মাধ্যমে কাজটি সম্পন্ন করা । মূলত তথ্যপ্রযুক্তি নির্ভর কাজগুলো ( যেমন: ডাটা প্রসের্সিং, প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং করা হয় । যেসব দেশ এ ধরনের সার্ভিস প্রদান করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারত, ইউক্রেইন, ফিলিপিনস, রাশিয়া,পানামা, নেপাল, ব্রাজিল, ইন্দোনেশিয়া,  মালয়েশিয়া, মিশর ইত্যাদি । 


 source of income :::::
দশ মিনিটে ৪০০/- টাকা আয় করুন!! সময় খুব কম লাগেএখান থেকে আপনি দশ মিনিটে ৪০০ টাকা ইনকাম করতে পারবেনটাকা বিকাশ বা রিচার্জ এর মাধ্যমে তুলতে পারবেন ঘন্টার মধ্যেটাকা আয় করুন এই লিংক থেকে///
http://adf.ly/1I4KoB 
http://lnkclik.com/6Mnq

ফ্রিল্যান্সিং কি ? 

ফ্রিল্যান্সিং  বর্তমান সময়ে পত্রপত্রিকা, টিভি-ইলেক্ট্রনিক মিডিয়ার ও লোকমুখে  লোচিত একটি শব্দ।'''মুক্তপেশা''' কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়।
বাঁধাধরা কোন নিয়ম মেনে চাকরি না করে নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করাই ফ্রিল্যান্স । একজন ফ্রিল্যান্সার এক বা একাধিক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারেন । আবার কেউ ইচ্ছে করলে চাকরি বা পড়ালেখার পাশাপাশিও কাজ করতে পারেন///বর্তমান সময়ে আমাদের দেশে তরুণদের কাছে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি হচ্ছে ফ্রিল্যান্সি///আপনার সাথে যদি থাকে MT_EN_300x250_Banner_Female5 একটি কম্পিউটার আর একটি ইন্টারনেট সংযোগ তা হলে যে কোন যায়গায় বসেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন । হতে পারে তা ওয়েবসাইট তৈরী থ্রিডি এনিমেশন, ছবি সম্পাদনা, ডাটা এন্টি বা শুধুমাত্র লেখালেখি করা 

0 comments:

Post a Comment